• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফ্রিজে রাখবেন না এই পাঁচটি খাবার

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৮, ২০:১৯
পুর্বপশ্চিম ডেস্ক

ফ্রিজে খাবার রাখতে গিয়ে আমরা প্রায়ই ভুল করি।আসুন জেনে নিই কোন খাবার গুলো ফ্রিজে রাখা উচিত নয়।

১-টমেটোঃ ঠান্ডা জায়গায় রাখলে টমেটোর ফ্ল্যাভার নষ্ট হয়ে যায়।ফ্রিজে রাখলে টমেটো পাকে না।এতে টমেটোর স্বাদও নষ্ট হয়।

সম্পর্কিত খবর

    ২-কলাঃ টমেটোর মত কলাও ফ্রিজে রাখলে পাকে না।এতে কলার স্বাদ ও গন্ধ নষ্ট হয়।কলা খোলা জায়গায় রাখা উচিত।

    ৩.আলুঃ আলুর স্বাদ রক্ষা করতে চাইলে ফ্রিজে রাখবেন না।ঠান্ডা জায়গায় আলু রাখা উচিত হলেও অধিক ঠান্ডায় আলু নষ্ট হয়ে যায়।

    ৪.পেঁয়াজঃ পেঁয়াজ ফ্রিজে রাখলে নরম হয়ে যায়।কাটা পেঁয়াজ অবশ্যই ফ্রিজে রাখা উচিত নয়।

    ৫.মধুঃ মধুও ফ্রিজে রাখা উচিত নয়।যদিও অনেকেই মধু ফ্রিজে রাখেন কিন্তু সত্যি বলতে এটি শুধু ফ্রিজের জায়গাই দখল করবে।

    পুর্বপশ্চিম/টিপু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close