• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদ্রিদে প্রবাসীদের অন্যরকম ইফতার

প্রকাশ:  ০৬ জুন ২০১৮, ১৬:২৪
কবির আল মাহমুদ (স্পেন)

রমজানে স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি পরিচলাধীন ২টি মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। ধনী-গরিব, পথচারী, ভিনদেশি কিংবা ছিন্নমূলসহ সবার জন্য উন্মুক্ত থাকে সেই ইফতার মাহফিল। প্রতিবছরের মতো এবারও নিয়মিতভাবে ইফতারের আয়োজন করে যাচ্ছে মসজিদ পরিচলনা কমিটি। তবে শুধু মসজিদ পরিচালনা কমিটি নয়, মাদ্রিদের প্রবাসী, ব্যবসায়ী, বিভিন্ন আঞ্চলিক সমিতি, রাজনীতিবিদ ব্যক্তিগত পর্যায়েও অনেকেই ইফতারির ব্যবস্থা করেন।

পবিত্র রমযান মাসে মাদ্রিদে বাংলাদেশি পরিচালনাধীন বায়তুল মোকাররম মসজিদ ,শাহজালাল লতিফিয়া ফুলতলী মসজিদ, আরবি মসজিদ এবং পাকিস্তানি মসজিদে প্রতিদিন প্রায় দেড় হাজার রোজাদারকে ইফতার করাচ্ছে বিভিন্ন ব্যাক্তি -প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় গত কাল সোমবার ( ৪জুন ) বিশিষ্ট ব্যবসায়ী, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিনের সৌজন্যে মাদ্রিদের ৪ টি মসজিদে ( বায়তুল মোকাররম মসজিদ , শাহজালাল লতিফিয়া ফুলতলী মসজিদ,আরবি মসজিদ এবং পাকিস্তানী মসজিদে) একযোগে দেড় হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এ আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশের নাগরিকেরাও।

এসময় স্পেন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল ইসলাম , মোঃ হাসান , ইফতেখার আলম , এফ এম ফারুক পাভেল , নাজিম উদ্দিন , আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান , মাসুম বিল্লাহ , সুমন আহমেদ , আমিনুজ্জামান , এডভোকেট তারেক হোসাইন, স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন রায়হান , এনাম আলী খান ও মাহবুবুল আলম বকুল। এছাড়া স্পেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা এ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

ইফতার মাহফিলের আয়োজক বোরহান উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। মুলত সকলের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতে-ই আমার এ আয়োজন। এছাড়া একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের।

ইফতার করতে আসা প্রবাসী দিদার আহমেদ বলেন, রোজার বেশিরভাগ ইফতারে এমন আয়োজনে নিজেকে শামিল করার চেষ্টা করি। এক ছাদের নিচে হাজারো মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।

ওএফ

প্রবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close