• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় মাদকসহ ৭ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৮, ১৬:৩২ | আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০২:১৬
আহমাদুল কবির, মালয়েশিয়া

মালয়েশিয়ায় মাদকসহ আটজনকে আটক করেছে মালয়েশিয়ার কাস্টমস অধিদপ্তরের পুলিশ। এদের মধ্যে সাতজন বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিক রয়েছেন । এছাড়া অভিবাসন আইন ভঙ্গ করার কারণে সাত বাংলাদেশিকে অভিবাসন বিভাগে সোর্পদ করা হয়।

শুক্রবার কাস্টমস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক জুলকিফুল ইয়াহিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে চার’শ বস্তা থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

    অভিযান চালানের সময় আটজন শ্রমিককে ওই গুদামে কাজ করতে দেখেন। তারা একটি কন্টেইনার থেকে মাদক রাখা ও বস্তাগুলো বের করছিল। আটজন শ্রমিকের মধ্যে সাতজন বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিক রয়েছে। মাদক বিভাগের কর্মকর্তারা বস্তাগুলো খোলার পরেই সেগুলোর ভেতর মাদকদ্রব্য দেখতে পান এবং তাঁরা ধারণা করেন মাদকগুলো ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দর দিয়ে প্রবেশ করে। ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২”র ৩৯বি সেকশনের অধীনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close