• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

​ মালয়েশিয়ায় বাংলাদেশির ৩ মাসের কারাদণ্ড

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৮, ১৩:৩২
আহমাদুল কবির, মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং সহকর্মীকে মারধরের অভিযোগে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬ এপ্রিল শুক্রবার তাকে এ সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম এমরান হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সহকর্মী অপর এক নির্মাণ শ্রমিক তেই জেন অংকে (৪০) মারধরের জন্য এমরানকে এক মাস এবং অবৈধভাবে দেশে প্রবেশ করায় ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    সহকর্মীকে মারধরের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, ১০ মার্চ জালান শহরে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এমরান তার সহকর্মীকে মারধর করেন।

    মামলা সূত্রে জানা যায়, এমরান একটি নির্মাণাধীন এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। তিনি তেইকে গাড়ি ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেন। তেই এতে রাজি না হলে উভয়ের মাঝে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে এমরান তাকে ভাঙা হেলমেট ও একটি কাঠের টুকরো দিয়ে তেইকে আঘাত করে।

    মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাক্টের ৬ (১) (সি) ধারায় বলা আছে, কেউ এই ধারার অধীনে দোষী সাব্যস্ত হলে তিনি ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা অথবা সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং বেত্রাঘাতের সম্মুখীন হবেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close