• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তৃপ্ত হতে ছেলে লাগে না: শ্বেতা

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৯:৪৪ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:০৮
বিনোদন ডেস্ক

‘শ্বেতা ত্রিপাঠী লাইব্রেরিতে হস্ত মৈথুন করছে—গুগলে সার্চ দিলেই এটা আমি দেখতে চাই না। কারণ এটা এ দৃশ্যের মূল পয়েন্ট না। মূল পয়েন্ট হলো, নিজেকে তৃপ্ত করতে একটা মেয়ের কোন ছেলেকে দরকার নেই। একটা পুরুষ সেটা করলে কোন বড় ব্যাপার হয় না। কিন্তু একজন নারী করলে কেন বড় ব্যাপার হয়ে দাঁড়াবে?’- বলেছেন ‘মাসান’ খ্যাত বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী।

এই অভিনেত্রী তাঁর আসন্ন ‘মির্জাপুর’ সিনেমায় আত্মমৈথুনের দৃশ্যে অভিনয় করে খবরের শিরোনাম হয়েছেন। যদিও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। বলেছেন, এটা খুবই সাধারণ ব্যাপার।

সমালোচিত দৃশ্যটি সম্পর্কে শ্বেতা আরও বলেন,‘আমার তো এ নিয়ে খারাপ লাগছে না। কিন্তু এখন এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে। মনে হচ্ছে এ নিয়ে আমার বন্ধুবান্ধব ও শাশুড়ির সঙ্গেও আলাপ করতে হবে।’

‘মির্জাপুর’ মূলত অপরাধবিষয়ক ধারাবাহিক। এক ব্যবসায়ী ডনের হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ, আর তা নিয়েই ছোট শহরকে নিয়ন্ত্রণ, গ্যাংস্টারদের দ্বন্দ্ব, হিংসা আর রক্তপাতের চেনা ছকে সাজানো হয়েছে ছবিটি। আইনকানুনের ধার না ধারা উত্তর প্রদেশের অলি-গলিতে এই সিনেমার মাধ্যমে নৃশংসতা ছড়িয়েছেন পরিচালক করণ অংশুমান ও পুনীত কৃষ্ণ।

‘কিয়া মাস্ত হ্যায় লাইফ’ হিন্দি ধারাবাহিকে জিনিয়া খানের চরিত্রে অভিনয় করে পাদপ্রদীপের আলোয় আসেন শ্বেতা ত্রিপাঠী। বলিউড ছবি ‘মাসান’ ও ‘হারামখোর’-এ অভিনয় করেও জনপ্রিয়তা পান তিনি।

মাসান ছবিতে অভিনয়ের জন্য জি সিনে অ্যাওয়ার্ডসপ্রাপ্ত শ্বেতা ত্রিপাঠী ছাড়াও মির্জাপুর সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, ভিক্রান্ত মাসেই, দিব্যেন্দু শর্মা, কুলভূষণ খারবান্দা, শ্রিয়া পিলগাঁওকার, রসিকা দুগাল, হর্ষিতা গৌর ও অমিত সাইয়াল প্রমুখ।

/ই.কা

শ্বেতা ত্রিপাঠী,মির্জাপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close