• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যাত্রাপালা নেই, হাত না পেতে জীবন চলবে কী করে

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৮:২১
বিনোদন ডেস্ক

প্রধানমন্ত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান নিচ্ছেন শিল্পীরা। বিষয়টিকে যারা বাঁকা চোখে দেখছেন তাদের উদ্দেশ্যে মুখ খুললেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’প্রাপ্ত ‘ঢাকাই ছবির মা’ খ্যাত ডলি জহুর।

তিনি বলেন, সাহায্যের হাত না পেতে জীবন চালাবেন কী করে শিল্পীরা? (নাটক-সিনেমার অবস্থা ভালো নয়) আগে তবু যাত্রাপালা ছিল, দু-একজন অভিনয় করতেন। এখন তো তাও নেই। শেষ বয়সে সব কাজ করাও সম্ভব হয় না। তাহলে কী করবেন শিল্পীরা?

হজ করার পর থেকে চলচ্চিত্র অভিনয় থেকে বিরিত থাকা এই অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী দয়ার সাগর। তিনি সদয় না হলে অকালে প্রাণ হারাতে হতো কত শিল্পীকে? প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমি মনে করি, শিল্পীরা সাহায্য নিচ্ছেন একে ছোট করে দেখার কিছু নেই। হেয় না করে বরং তাঁদের সম্মান জানানো উচিত, পাশে দাঁড়ানো উচিত।

/ই.কা

ডলি জহুর,অনুদান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close