• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাজকে ‘হাজীর বিরিয়ানী’ গান নিয়ে সেন্সর বোর্ডের নোটিশ

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১৬:২৭
বিনোদন ডেস্ক

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির একটি গান হাজীর বিরিয়ানি। গানটি নিয়ে সমালোচনা কিন্তু কম হয়নি। ইতোমধ্যেই দেশের বরেণ্য গুণী শিল্পীরা ‘হাজির বিরিয়ানী’ নামের গানটি নিষিদ্ধ করতে লিখিত অভিযোগ জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে।

গানটিতে সিয়াম ও পূজা অভিনয় করলেও গানের কথাগুলো আপত্তিকর বলে দাবী করছেন সমালোচকরা। এদিকে ৪ নভেম্বর গানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের পক্ষে এই চিঠি ইস্যু করেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার।

সম্পর্কিত খবর

    চিঠিতে বলা হয়েছে, ‘‘দহন’ ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবিটির ‘হাজীর বিরিয়ানী’ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেন্সরবিহীন গানের কথাটি অশ্লীল ও আপত্তিকর। এমতাবস্থায়, সেন্সরবিহীন গান প্রদর্শনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য জাজ মাল্টিমিডিয়াকে নির্দেশক্রমে অনুরোধ করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।’

    চিঠি হাতে পেয়েছেন বলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিশ্চিত করেছেন।

    এদিকে প্রায় তিনদিন হয়ে গেল। প্রতিষ্ঠানটি কারণ দর্শানো নোটিশের কোনো জবাব দিয়েছে কিনা জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘না। এখনো কোন জবাব দিইনি। আমাদের আইনজীবি নোটিশের জবাব তৈরি করবেন।’

    এদিকে ‘হাজির বিরিয়ানী’ গানের অশ্লিলতা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘ছবি না দেখে কিভাবে বলছে একটি গান অশ্লিল বা আপত্তিকর। আমি আশা করি ছবিটি দেখার পর তারা এটা বলবে না।’

    এদিকে সেন্সর পাওয়ার আগেই কেন ছবিটির গান ইউটিউবে প্রদর্শন করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর জবাব আমরা তৈরি করছি। শিগগিরই জানাবো।’

    প্রসঙ্গত, বরেণ্য সংগীতশিল্পী আলম খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার কবির বকুলসহ ৭১জন সঙ্গীত ব্যক্তিত্ব ‘হাজীর বিরিয়ানী’ গানটির বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close