• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বলিউডের রাহুল দ্রাবিড় আয়ুষ্মান!

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১৭:২৬
বিনোদন ডেস্ক

ছয় বছরে এক ডজনের কাছাকাছি ছবি করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘দম লাগা কা হ্যায়সা’ ও ‘শুভ মঙ্গল সাবধান’সহ বেশ কয়েকটি সাড়া জাগানো ছবি করেছেন।

কিছুদিন আগে মুক্তি পায় শ্রীরাম রাঘবন পরিচালিত থ্রিলার ‘অন্ধধুন’, যেটি চলতি বছরে অন্যতম সেরা ছবি। গত বৃহস্পতিবার মুক্তি পায় ‘বাধাই হো’, প্রথম দিন ছবিটি আয় করেছে সাত কোটি রুপি। ছবিটি সাড়া পাবে বলেই মত বিশ্লেষকদের।

সম্পর্কিত খবর

    প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আয়ুষ্মান খুরানা বলেন, ‘আমার সব ছবিকেই প্রথম ছবি হিসেবে দেখি। সারল্য থাকলে তা সিনেমায় প্রতিফলিত হয়। জানি, আমি তারকা হব; কিন্তু তা বিশ্বাস করতে চাই না। আমি ঠিক অমন সাধারণই হতে চাই, প্রথম ছবির পর হুল্লোড় করা ভদ্রলোকদের মতো নয়।’

    ৩৪ বছর বয়সী এ অভিনেতা বিশ্বাস করেন, ছবি নির্বাচন করার মতো স্বজ্ঞা তাঁর আছে।

    আয়ুষ্মান বলেন, “‘ভিকি ডোনর’ ছবির পর, আমার দুই-তিনটা ছবি সাফল্যের মুখ দেখেনি এবং সেটা ছিল আমার জন্য শিক্ষার। কিন্তু ‘দম লাগা কা হ্যায়সা’ যখন এলো, তখন সব চুপচাপ। সফল ও অসফল—সব ছবি থেকেই আমি অনেক শিখেছি। নিজের স্বজ্ঞা, সাহসিকতার ওপর বিশ্বাস করা শুরু করেছি। এটা সম্পূর্ণই নিজের পছন্দের ওপর নির্ভর করে। এখন সবাই মেধাবী। ক্যারিয়ারের গ্রাফ চিত্রনাট্য নির্বাচনের ওপর নির্ভর করে।’

    আয়ুষ্মান বলেন, ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গে বন্ধুত্ব হলেও এখনো চণ্ডীগড়ের বন্ধুদের সঙ্গে সখ্য আছে তাঁর। তিনি মনে করেন, পরিবারই চারপাশে থাকে, আর বাস্তবতার কাছাকাছি রাখে।

    ‘মেরি পেয়ারি বিন্দু’ অভিনেতা বলেন, তিনি সবসময় ভিন্ন বিষয় খোঁজার চেষ্টা করেন। তাঁর প্রথম ইচ্ছে হলো কাজ করে যাওয়া।

    “অতুল কাসবেকার (প্রযোজক) একদিন বলেছিলেন, আমি বলিউডের রাহুল দ্রাবিড়; সঠিক ডেলিভারিটা দেখে সুন্দর জায়গায় পাঠিয়ে দেই। অন্যথায় চুপ থাকি, কখনো রূঢ় হই না। এটাই সেরা উপমা, আমি পছন্দ করি। আমার বর্তমান ক্যারিয়ারে ভিন্নধর্মী চিত্রনাট্য আসছে। অন্য কোনো ছবির সঙ্গে তুলনা করা যাবে না—‘ভিকি ডোনর’, ‘অন্ধধুন’ অথবা ‘বাধাই হো’, তাই মানুষ এসবে উত্তেজনা বোধ করছে; কারণ তাঁরা এ ধরনের ছবি এর আগে দেখেননি। আমি এর জন্য গর্বিত।” সূত্র : ডেকান ক্রনিকেল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close