• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘আমি ভিনগ্রহের প্রাণী নই, সব অভিনেতারই মৃত্যুও হয়’

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮
বিনোদন ডেস্ক

স্পষ্ট কথা বলতে ভালবাসেন তিনি। সে জন্যই হয়তো অনেকে পছন্দও করেন না তাকে। তাতে থোড়াই কেয়ার! তিনি অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন।

সাধারণভাবে অভিনেত্রীর কাজ অভিনয় করা। যে চরিত্রে অভিনয় করছেন, তাকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে। ফলে অনস্ক্রিন বা অফস্ক্রিন সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ঝাঁ চকচকে দেখতে লাগতেই হবে, এমন তো হতে পারে না। অথবা অভিনেত্রীর যা বয়স, তার থেকে কম দেখাতে হবে, এ তো কাঙ্খিত হতে পারে না।

কিন্তু এ নিয়ে হামেশাই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীদের। সে সব প্রশ্নেরই এ বার সপাটে জবাব দিয়েছেন স্বস্তিকা।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, আমি একজন অভিনেত্রী। যে চরিত্রে অভিনয় করছি, সেটা ঠিকঠাক করা আমার কাজ। কিন্তু সারাক্ষণ যেন সুন্দর বা অল্প বয়সী দেখতে লাগে, সেটার তো প্রয়োজন নেই। সেটা বাধ্যতামূলকও নয়। সুতরাং আমার ২০ বছর বয়সে কেন এখনকার মতো দেখতে ছিলাম না, প্লিজ জানতে চাইবেন না। কারণ আমি তো ভিন্‌গ্রহের প্রাণী নই। আর এই পৃথিবীতে সব অভিনেতারই বয়স হয়, মৃত্যুও হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

/অ-ভি

প্রাণী,ভিনগ্রহ,অভিনেত্রী,স্বস্তিকা মুখোপাধ্যায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close