• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এনটিভিতে আজ রূপকথার গল্প ‘ডালিমকুমার’

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩
বিনোদন প্রতিবেদক

এনটিভিতে আজ সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘ডালিমকুমার’র তৃতীয় পর্ব। চিত্রনাট্য ও পরিকল্পনা করেছেন এস এম সালাহউদ্দিন। এ আর বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক।

গল্পে দেখা যাবে ‘এক দেশে ছিল এক দুখী রাজা। তার কোন সন্তান ছিলনা। একদিন রাজা এক কচ্ছপকে ফাঁদ থেকে বাঁচায়। পরী রানী জীবের প্রতি রাজার এই মহানুভবতা দেখে একটা ফল উপহার দিয়ে তিন রানীকে তিন অংশ খাওয়াতে বলে। তারপর ছোট রানির কোলজুড়ে আসে এক সৌভাগ্যবান ফুটফুটে কন্যাসন্তান। ধবল রাজ্যের রাজা-দানব রাজের চোখ পড়ে হুররে সানজানার উপর। সে বহু বছর ধরে যজ্ঞ সাধনা করছিল তার অমরত্ব লাভের জন্য। মহা পূর্ণিমা রাতে যদি সে আঠারো বছর বয়সের কোন রাজ কুমারিকে গ্রহণ করে তবেই তার অমরত্ব লাভ হবে। একদিন সে তার উদ্দেশ্য হাসিলের জন্য রাজকুমারীর বয়স আঠারো হওয়ার আগেই তাকে তুলে নিয়ে যায়। রাজকুমারিকে কোনভাবেই কেউ উদ্ধার করতে পারছিলনা। ঠিক তখন রাজকুমারী সানজানাকে উদ্ধার করতে ছুটে আসে আলীসান রাজ্যের মহাবীর যুবরাজ ডালিমকুমার’।

‘ডালিমকুমার’ নাটকটিতে অভিনয় করেছেন তানভীর খান, তানজিন তিশা, অবিদ রেহান, এস ডি তন্ময়, পলাশ, সালমা, তানিয়া প্রমূখ।

/এ আই

ডালিমকুমার,তানভীর খান,তানজিন তিশা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close