• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদে আসছে ‘রঙের মানুষ’

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৫:০৯ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৫:১৬
বিনোদন ডেস্ক

ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে শেখ সাইফুল্লাহ রুমির কথায় ফোক গানের অ্যালবাম ‘রঙের মানুষ’। প্রেম, বিরহ-বিচ্ছেদ ও আধ্যাত্মিক ধাঁচের গানে এই মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বাউল সাধক শফি মন্ডল, লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও পূর্ণ মিলন।

ছয়টি গানে সাজানো এ অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ। অ্যালবামে তিনজন শিল্পী দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন। সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন গোলাম সারোয়ার।

সম্পর্কিত খবর

    নতুন এই অ্যালবাম প্রসঙ্গে প্রতিশ্রুতিশীল গীতিকবি শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘ঈদ সবসময় সবার জন্য আনন্দবার্তা বয়ে আনে। ঈদকে ঘিরে সকল মাধ্যমেই থাকে বিশেষ বিশেষ আয়োজন। তেমনি বিনোদন মাধ্যমে, বিশেষ করে আমাদের সঙ্গীতাঙ্গনও মেতে ওঠে নতুন গানের সমাহারে। লোকসঙ্গীতের তিন গুণী সঙ্গীতশিল্পী এই অ্যালবামে থাকা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। অসাধারণ গেয়েছেন তারা। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।

    পাশাপাশি খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার প্রতিটি গানের কথার সাথে মিল রেখে হৃদয়গ্রাহী সুরায়োজন করেছেন তার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আশা রাখি সঙ্গীতপ্রেমীদের জন্য আসছে ঈদে এই অ্যালবামের গানগুলো বাড়তি আনন্দ দেবে।’

    জনপ্রিয় সঙ্গীতশিল্পী শফি মণ্ডল বলেন, ‘প্রতিটি গানের কথাই চমৎকার কাব্যময়। সুরও বেশ হৃদয়গ্রাহী। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। সঙ্গীতপ্রেমী শ্রোতা-ভক্তরা গানগুলো পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।’

    প্রসঙ্গত, ঈদের আগেই জি-সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে বলে জানিয়েছেন শেখ সাইফুল্লাহ রুমী।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close