• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জম্মু-কাশ্মীরের লাদাখে ইমরানের মিউজিক ভিডিও ‘আমার এ মন’

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৬:২৭
বিনোদন প্রতিবেদক

ঈদকে সামনে রেখে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকে ব্যানারে আসবে এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরানের নতুন মিউজিক ভিডিও ‘আমার এ মন’। একক কণ্ঠে গাওয়া এ গানটির সুর-সংগীতও করেছেন ইমরান নিজেই। কথা লিখেছেন ইমরানের গানের অন্যতম জুটি রবিউল ইসলাম জীবন। সবচেয়ে বড় চমক হচ্ছে গানটির ভিডিওর শুটিং হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অঞ্চল লাদাখে! যেখানে মূলত বলিউড এবং টালিউডের সুপার-ডুপার হিট সব চলচ্চিত্রের শুটিং হয়। এই প্রথম বাংলাদেশের কোন শিল্পীর গানের ভিডিও হলো সেখানে। ভিডিওটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন তাঁর জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ এবং ‘শেষ সূচনা’র মডেল তানজিন তিশা। ভিডিওটি নির্মাণ করেছেন এ সময়ের আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু। গত ১, ২ ও ৩ আগস্ট তিন দিন ধরে লাদাখের বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং হয়।

ইমরান বলেন, ‘জীবনে অনেক মিউজিক ভিডিওর কাজ করেছি তবে এই কাজটির অভিজ্ঞতা সবচেয়ে রোমাঞ্চকর! বলিউড এবং টলিউয়ের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা সেখানে গিয়ে শুটিং করে থাকেন। সেজন্য অনুমতিও নিতে হয়। এতদিন চলচ্চিত্রে এসব লোকেশন দেখেছি। এবার নিজের ভিডিওর শুটিং করতে গিয়ে আরো মুগ্ধ হয়েছি! গানটি ভালোবাসর কথামালায় সাজানো। গানের কথা-সুর-গায়কীর সঙ্গে লোকশনটাকে খুবই অসাধারণ লাগছিল। প্রায় চার-পাঁচ ঘন্টা গাড়িতে জার্নি করে করে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গিয়ে ভিডিওটির শুটিং করেছি। এত উঁচু উঁচু জায়গায় আমাদের উঠেতে হয়েছে যে শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। ফলে সারাক্ষণ সঙ্গে আলাদা অক্সিজেন রাখতে হয়েছে। দু’একবার অসুস্ত’বোধও করছিলাম। ভিডির ফুটেজ দেখার পর মনে হচ্ছে সব পরিশ্রম স্বার্থক। এটা আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা। গানচিল মিউজিক এবং অংশু ভাই উভয়ের সঙ্গে এটি আমার প্রথম মিউজিক ভিডিও। আশাকরি গানটি দর্শক-শ্রোতারা খুব ভালোভাবে পছন্দ করবেন।’

তানজিন তিশা বলেন, ‘কি বলবো! মনে হচ্ছিল শুটিংয়ের পুরোটা সময় একটা স্বপ্নের মধ্যে ছিলাম। অসাধারণ একটি কাজ হয়েছে। শ্বাস-প্রশাসের অসুবিধা, জার্নি সব ছাপিয়ে লোকেশনগুলোর ডুবে আছি এখনো। ইমরান আর আমার আগের দুটি ভিডিওর চেয়েও এটি শ্রোতাদের কাছে বেশি প্রশংসিত হবে বলে আশাকরি।’

তানিম রহমান অংশু বলেন, ‘লাদাখের এই লোকেশনগুলো দেখতে শ্রোতারা মুগ্ধ হবেন। শ্বাস-প্রশ্বাস এবং জার্নির করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তারপরও লোকেশন দেখে সব ভুলে থেকেছি! সব মিলিয়ে নির্মাতা হিসেবে একদম মনের মতো একটি কাজ করতে পেরেছি এটাই আনন্দের বিষয়! ভিডিওটি দেখার পরই শ্রোতারা বুঝতে পারবেন এটা কোন ধরনের প্রডাকশন হয়েছে।’

গানচিলের উপদেষ্টা আসিফ ইকবাল বলেন, ‘সমুদ্রপিষ্ঠ থেকে অনেক ওপরে এই লোকেশনগুলোর অবস্থান। লাদাখকে বলা হয় পৃথিবীর স্বর্গ। সংগীতপ্রেমীর ঈদে বাড়তি আনন্দ দিতেই আমরা গানটির ভিডিওর জন্য এই লোকেশনগুলো বেছে নিয়েছি। গানটির অডিও এবং ভিডিও দুটি নিয়েই আমরা অনেক আত্মবিশ্বাসী।’ ঈদের ঠিক আগে আগে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলেও।

/এ আই

তানজিন তিশা,ইমরান,কন্ঠশিল্পী ইমরান,মিউজিক ভিডিও
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close