• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চতুর্থ সপ্তাহে ‘পোড়ামন ২’ দেখতে চাইলে কোথায় যাবেন?

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৮, ২২:১৪
বিনোদন প্রতিবেদক

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ইতিমধ্যেই আলোচনায় এসেছে তার ছবি নিয়ে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি দিয়ে সিনেমার নায়ক হয়ে অভিষিক্ত হলেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক নতুন মুখ পূজা চেরী। প্রথম ছবিতেই সফল সিয়াম, সফল সিয়াম-পূজার জুটিও।

সাফল্যের ধারাবাহিকতা মুক্তির চতুর্থ সপ্তাহেও বহমান। নতুন সপ্তাহে বেড়েছে হল সংখ্যা, যা নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কতৃপক্ষ।

চতুর্থ সপ্তাহেও যেসকল হলে চলছে ‘পোড়ামন ২’

১। বলাকা সিনেওয়ার্ল্ড : ১০:৩০, ১:৩০, ৩:৩০, ৬:৩০

২।শ্যামলী সিনেমা : ১২:০০, ২:৪০, ০৫:৩০, ৬:৩০

৩।স্টার সিনেপ্লেক্স : ১০:৩০, ১:৩০, ৪:৩০, ৭:৩০

৪।যমুনা ব্লকবাস্টার : ১১:৩০, ১:০০, ৩:৩০, ৭:১৫

৫।বর্ষা, জয়দেবপুর।

৬।মেহেরপুর সিনেমা, মেহেরপুর।

৭।মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া ।

'পোড়ামন ২' দ্বিতীয় সপ্তাহ চলছে যেসকল সিনেমা হলে ৮।মধুমিতা, ঢাকা। ৯।সেনা, সাভার। ১০। রাণীমহল, ডেমরা। ১১। নিউমেট্রো, নারায়ণগঞ্জ। ১২।মণিহার, যশোর। ১৩।নন্দিতা, সিলেট। ১৪।শঙ্খ, খুলনা। ১৫।শাপলা, রংপুর। ১৬।চিত্রালী, খুলনা। ১৭। ছায়াবানী, ময়মনসিংহ। ১৮।মমতাজ, সিরাজগঞ্জ। ১৯।অভিরুচি, বরিশাল। ২০। বনানী, কুষ্টিয়া। ২১মর্ডান, দিনাজপুর। ২২।রুনা, চালাকচর। ২৩।কেয়া, টাঙ্গাইল। ২৪।মানসী, কিশোরগঞ্জ। ২৫।কল্লোল, মধুপুর। ২৬।ঝংকার, পাচদোনা। ২৭। প্রীতি, আগলা। ২৮।বনলতা, ফরিদপুর। ২৯। মণিকা, শায়েস্তাগঞ্জ। ৩০।রাজ, কুলিয়ারচর। ৩১।কানন, সাগরদীঘি। ৩২।রানা, বামন্দি। ৩৩।রাজিয়া, নাগরপুর।

শুক্রবার ৫ জুলাই হতে নতুন করে যেসকল হলে 'পোড়ামন ২' চলবে ৩৪।সনি, ঢাকা। ৩৫।সেনা, ঢাকা। ৩৬।পুনম, ঢাকা। ৩৭।চিত্রামাহল,ঢাকা। ৩৮।এশিয়া, ঢাকা। ৩৯।আলমাস, চট্টগ্রাম। ৪০। বিজিবি, সিলেট। ৪১।উপহার,রাজশাহী। ৪২।সোনিয়া,বগুড়া। ৪৩।অবকাশ, ফুলবাড়ী। ৪৪।তিতাস,পটুয়াখালী। ৪৫।আয়না, আক্কেলপুর। ৪৬।বৈশাখী,বাউফল। ৪৭।চলন্তিকা,গোপালদী। ৪৮।চাঁদমহল,কাঁচপুর। ৪৯।চিত্রাবানী,গোপালগঞ্জ। ৫০।ছন্দা, পটিয়া। ৫১।ফিরোজমহল, পাগলা। ৫২।গ্যারিসন,কুমিল্লা। ৫৩।হ্যাপি, লক্ষ্মীপুর। ৫৪।হীরক,গোবিন্দগঞ্জ। ৫৫।ঝর্ণা,দাউদকান্দি। ৫৬।কথাচিত্রা, কটিয়াদি। ৫৭।মধুমিতা, মাগুরা। ৫৮।মধুমতি, ভৈরব। ৫৯।মোহনা, কোনাবাড়ী। ৬০।ময়ূরী,বাগআঁচড়া। ৬১।মনোয়ার,জামালপুর। ৬২।মুন,হোমনা। ৬৩।নিউ গুলশান,জিঞ্জিরা। ৬৪। নিউ রজনীগন্ধা, চালা। ৬৫।পালকী, চান্দিনা। ৬৬।পান্না,মুক্তারপুর। ৬৭।পৃথিবী,জয়পুরহাট। ৬৮।প্রিয়া, ঝিনাইদহ। ৬৯।প্রতিভা,রাজৈর। ৭০।রংধনু,নজিপুর। ৭১।রাজমনি, বোরহানউদ্দিন। ৭২।রুপকথা,পাবনা। ৭৩।রূপসী,ভোলা। ৭৪।সঙ্গীতা,সাতক্ষীরা। ৭৫।শিক্তা,ধুনট। ৭৬।অবসর, বিরামপুর। ৭৭।ভিক্টোরিয়া,শ্রীমঙ্গল।

/এ আই

পোড়ামন ২,পোড়ামন-২,সিয়াম-পূজা,সিয়াম আহমেদ,পূজা চেরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close