• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘ভাবিজী'কে স্বল্পবসনায় দেখে নারাজ ভক্তরা

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১০:৪০
বিনোদন ডেস্ক

‘ভাবিজী ঘর পর হ্যঁয়’ ধারাবাহিকে ভাবিজী চরিত্রে অভনয় করছেন শুভাঙ্গী আত্রে৷ শিল্পা শিন্ডে ধারাবাহিকটি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনিই এসে হাল ধরেছিলেন সিরিয়ালটির৷ সম্প্রতি তাঁর একটি বিকিনি পরা ছবি নিয়ে সরগরম হয়ে উঠেছে ইন্টারনেট ইউজাররা৷ তাঁকে কখনই ভক্তরা এমন বোল্ডভাবে দেখেনি৷ ঘোমটা দেওয়া বউমার চরিত্রেই শুভাঙ্গীকে দেখতে পছন্দ করে তাঁর ফ্যান ফোলোয়িং৷ তাঁর আপলোড করা ছবিটি নিয়ে বিভিন্ন কটাক্ষের স্বীকার হচ্ছে হয়েছে তাঁকে৷

যেমন বাকি অভিনেত্রীদের বোল্ড পোশাকের জন্য ট্রোল করা হয়, তাঁকেও ঠিক সেটাই করা হয়েছে৷ অভিনেত্রীর এমন ছবি আপলোড করা উচিত হয়নি৷ এই বিকিনি পরা ছবির জন্য তাঁর ফ্যান ফোলোয়িংয়ের সংখ্যা কমে যাচ্ছে৷ তাঁকে ঘরোয়া বধূর বেসে কিংবা ঢাকা পোশাকেই দেখতে চায় তারা৷ কেউ কেউ তাঁকে অ্যাটেনশন সিকারের ট্যাগ দিয়েছেন৷ অভিনেত্রীর পোস্ট করা এমন ছবি নাকি আসলে পাবলিসিটি স্টান্ট৷ বিভিন্ন ধরণের খারাপ কমেন্টে ভরে চলেছে তাঁর পোস্টটি৷ সেই নিয়েই সম্প্রতি মুখ খুললেন নায়িকা৷

সম্পর্কিত খবর

    তিনি একটি সাক্ষাকারে জানান, “সবাই কী ভাবে আমি সমুদ্রের ধারে শাড়ি, সালওয়ার পরে ঘুরব? না নিশ্চই৷ আর আমি যথেষ্ট ফিট৷ স্যুইমসুট ক্যারি করার মতো ফিগার আমার যখন আছে তাহলে পরব না কেন? আর ছবিটা পোস্ট করে আমি একটুও অনুতপ্ত নই৷ ছবিটা পোস্ট করার আসলে কোনও প্ল্যানই ছিল না৷ আমার স্বামী ছবিটি তোলেন৷ ছবিটা বেশ ভালো লাগতেই আমি পোস্ট করে দিই৷ এমনকি চরিত্রে প্রয়োজনেও আমি টেলিভিশন স্ক্রিনে বিকিনি পরতে রাজি আছি৷”

    অনেকই এই ছবিটিকে চিপ, ভালগার বলেছিল৷ তাতে অভিনেত্রী জানান, যে তাঁর অবশ্যই খারাপ লেগেছে৷ এ ধরণের কমেন্ট তাঁর ওপর প্রভাব ফেলেছে৷ কিন্তু ‘আঙ্গুরি ভাবি’ চরিত্রে তো সবসময় তাঁর পক্ষে থাকা সম্ভব নয়৷ তিনি জানিয়েছেন, “একজনের সুন্দর চেহারা, তার ইচ্ছা থাকলেও সমাজের ভয় সে কিছু করতে পারবে না কেন? লজ্জা এবং সংস্কৃতি চোখের চাউনিতে ঝলকায়৷ পোশাকে নয়৷ টিভির পর্দায় আমি একটা অন্য মানুষ৷ যার সঙ্গে আমার কোনও নিল নাও থাকতে পারে৷ তাই বলে সবাই যা ইচ্ছা তাই তো বলতে পারে না আমার সম্বন্ধে৷”

    তিনি এও জানান যে সবাইকে বুঝতে হবে যে তিনি নিজের ব্যক্তিগত জীবনে একজন ভিন্ন মানুষ৷ মহিলাদের পোশাকের ওপর তাদের বিচার করাটা একেবারেই উচিত নয়৷ প্রত্যেককে নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সূত্র- কোলকাতা২৪/৭

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close