• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ছোট মাপের ফ্রক পরায় বিতর্কে প্রিয়াঙ্কা

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৫
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাকে। এবার বিতর্ক উঠলো তার পোশাক নিয়ে। অসম ট্যুরিজমের বিজ্ঞাপনে ছোট মাপের ফ্রক পরায় অসম কংগ্রেস সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা।

একটি ইংরেজি দৈনিককে অসম কংগ্রেস নেত্রী নন্দিতা দাস ও রূপজ্যোতি কুর্মি বলেন, বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা যে পোশাকটি পরেছেন তা মোটেই শোভনীয় নয়৷ সরকারকে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত৷ এই ধরণের বিজ্ঞাপন অসমের সংস্কৃতিকে অপমান করা হয়৷ এই পোশাকের বদলে প্রিয়াঙ্কা অসমের ঐতিহ্যবাহী মেখলা পরতে পারতেন।

সম্পর্কিত খবর

    অসম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রিয়াঙ্কাকে ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল৷ ২০১৬ সালেই অসম সরকার ঘোষণা করেছিলেন অসমের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ ‘অসাম অসম’ নামে অসমের পর্যটনের হয়ে ক্যাম্পেনও করার কথা প্রিয়াঙ্কা৷ সম্প্রতি প্রিয়াঙ্কার এই অসম সফর নিয়েই তুমুল হট্টগোল শুরু হল অসম বিধানসভায়৷ অসমের বিধানসভায় প্রিয়াঙ্কার সফর নিয়ে রীতিমতো প্রশ্ন তোলে বিরোধী কংগ্রেস নেতারা৷

    অসমের পর্যটন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জানান, অসমের পর্যটনের ক্যাম্পেনের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে৷

    তবে প্রিয়াঙ্কা চোপড়া এই চুক্তির আগে জানিয়ে ছিলেন, তিনি পুরো বিনামূল্যেই এই কাজ করবে৷ যে ২ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ হচ্ছে তা পুরোপুরিই পার্পেলস পেবেলস নামে এক কোম্পানি যে ক্যাম্পেনটি তৈরি করবেন তাদের পারিশ্রমিক৷

    তবে অসম সরকারের এই খরচা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷ কংগ্রেস সাংসদ গৌরব গাগৌ ট্যুইট করে লিখেছেন, অসাম অসম একেবারেই অসমের পর্যটনকে শক্তি প্রদান করবে না৷ উল্টে আমাদের ইমেজকে নষ্ট করবে৷

    বিরোধী দল নেতা বিদ্যুৎ বিকাশ দাস সমালোচনা করে ট্যুইটে লিখেছেন, অসাম অসমের ট্যাগ লাইনে ব্যবহার হওয়া ন্যাচেরালি ওয়াইল্ড কন্ডোমের বিজ্ঞাপন ! অসমকে এরকমভাবে বর্ণনা করা যায় না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close