• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৪
জাবি প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম মানববন্ধন করেছে।সোমবার সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিনের সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক আখ্যা দিয়ে বলেন, ‘দেশের বর্তমান বিচারিক প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি পাবে এটা আর আশা করা যায় না। বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।’

সম্পর্কিত খবর

    প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, ‘বিচারকদের ভয় দেখিয়ে এ রায়কে প্রভাবিত করা হয়েছে। তাই জনগণ ঘৃণাভরে রায়কে প্রত্যাখান করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

    দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘এ রায় বিচার বিভাগের স্বাধীনতাকে কলুষিত করেছে। এ রায় খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়নি এ রায়ের মাধ্যমে গণতন্ত্রকে কারাগারে নেয়া হয়েছে। তাই রায়ে খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত হয়নি বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশ রক্ষায় দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদ জানানো উচিত।’

    মানববন্ধনে ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ফিরোজা হোসেন, সহযোগী অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক শামছুন নাহারসহ বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি, অফিসার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close