• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

গারো মা-মেয়ে হত্যায় তদন্ত প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৪:২৯
আদালত প্রতিবেদক

গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ আগষ্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মিয়া প্রতিবেদন দাখিল না করায় ঢাকা অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর নতুন এদিন ধার্য করেন।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে।

    এ ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

    এমামলায় গ্রেফতারকৃত আসামি সঞ্জীব চিরান, রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শুভ চিসিম আদালতে হত্যার দায় স্বীকার করে স্বাকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    /এসএম

    গারো মা-মেয়ে হত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close