• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাকারবার্গের পদত্যাগ দাবি

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ২০:২০ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

ফেসবুকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পদত্যাগের দাবি করেছে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা ।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্টে জানা যায়, একজন রিপাবলিকান রাজনীতিকের মালিকানাধীন রাজনৈতিক পরামর্শক ও পিআর প্রতিষ্ঠানকে ভাড়া করেছে ফেসবুক।এমন কথা প্রকাশ হওয়ার পর বিনিয়োগকারীরা জাকারবার্গের আরও বেশি চাপ সৃষ্টি করে।

ফেসবুকের বড় একটি অংশের শেয়ারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রোন।শনিবার দ্য গার্ডিয়ানে উল্লেখ করা হয়েছে, তিনি নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্ক জাকারবার্গকে।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটন ডিসিভিক্তিক রিপাবলিকানদের প্রতিষ্ঠান ডিফাইনারস পাবলিক অ্যাফেয়ার্সকে ভাড়া করেছে ফেসবুক।

এটি একটি কোম্পানি। তাই কোম্পানির উচিত চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ আলাদা করা।

উল্লেখ্য, ২০১৭ সালেও স্বাধীন একজন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডাদের একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। কেননা, ফেসবুকে জাকারবার্গের সিংহভাগ শেয়ার থাকার কারণে বাইরে থেকে ওঠা কোনো প্রস্তাব কার্যত প্রতীকী। ফেসবুককে বাঁচাতে মরিয়া জাকারবার্গ এখন কী করবেন, সেটাই দেখার বিষয়।

/এআইডি

মার্ক জাকারবার্গ,ফেসবুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close