• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তান কাশ্মিরকে চায় না: আফ্রিদি

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৯:১২
আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মির নিয়ে পাকিস্তান-ভারতের দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন করে ঝড় তুলে সমালোচনায় পড়লেন সাবেক পাক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি।

কাশ্মিরকে অন্য দেশের মাটি উল্লেখ করে সাবেক পাক ক্রিকেট তারকা বলেছেন, ‘পাকিস্তান কাশ্মিরকে চায় না...এমনকি পাকিস্তান তার চারটি প্রদেশও ঠিকভাবে পরিচালনা করতে পারে না। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাক শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে আফ্রিদির এ ধরনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

তিনি এমন সময় এ মন্তব্য করেছেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান।

সোস্যাল মিডিয়াতে এক ভিডিওতে অাফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি বলছি, কাশ্মিরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মিরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না...পাকিস্তান কাশ্মিরকে চায় না...এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

এদিকে, চলতি বছরের এপ্রিলে কাশ্মিরে ‘ভয়াবহ এবং উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি হয়েছে। এজন্য তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে সোস্যাল মিডিয়াতে পোস্ট দেন এই ক্রিকেট তারকা।ওই পোস্টের কারণে অনেক ভারতীয় আফ্রিদির সমালোচনা করেন।

২০১৬ সালে এই ক্রিকেটার বলেছিলেন, ‘কাশ্মিরের অনেক ভক্ত পাকিস্তানের ক্রিকেটকে সমর্থন করেন।’ তখন আফ্রিদির ওই টুইটের জবাবে ভারতীয়রা বলেন, ‘নিজের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে ব্যর্থ পাকিস্তান।’

/এআইডি

শহীদ আফ্রিদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close