• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিড়াল পানিকে ভয় পায় কেন?

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

বিড়াল এবং কুকুর পোষা প্রাণী হিসেবে পরিচিত। এ দুটি প্রাণী বুদ্ধিমান, তাই মানুষ তাদের যথেষ্ট ভালবাসে। বিড়াল স্বভাবগতভাবেই ঘুমকাতুরে। কিন্তু আপনারা কেউ দেখছেন কি, কুকুর পানিতে সাঁতার কাটতে ভালোবাসে কিন্তু বিড়াল পানি স্পর্শ থেকে দূরে থাকতে পছন্দ করে।

প্রশ্ন হলো, কুকুর পানিকে ভয় না পেলেও বিড়াল পানি দেখলে এতো ভয় পায় কেন?

সম্প্রতি পশু আচরণবিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা বিভাগের সাবেক পরিচালক কেলি বোলেন এর কারণ সম্পর্কে জানান, বিড়ালের লোমের ধরন এমন যে, বিড়ালের লোম ভিজে গেলে শুকাতে অনেক সময় লাগে, যা এই প্রাণীর জন্য অনুকূলের বিপরীতে।

কুকুরের লোমের ধরণ সম্পর্কে তিনি জানান, এটির লোমের ধরণ এমন যে পানির স্পর্শ পেলেও এটি স্বল্প সময়ে শুকিয়ে যায়, ফলে পানিতে কুকুর বিব্রতকর মনে করে না। কিছু কিছু কুকুর আছে যারা ভালো সাঁতার কাটে এজন্য সেগুলোকে ‘ওয়াটার ডগ’ বলা হয়।

/এআইডি

বিড়াল,পানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close