• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ফিলিস্তিনিদের সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১২:৪৬
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের নতুন নীতি অনুযায়ী সেখানে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনি নাগরিকদের। এতে করে হজও পালন করতে পারছেন না তারা।

১৯৭৮ সাল থেকে ফিলিস্তিনের মুসলমানরা মূলত জর্ডান এবং লেবাননের অস্থায়ী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারতেন। সম্প্রতি পাসপোর্ট নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। সে অনুযায়ী হজ পালনেরও সুযোগ নেই ফিলিস্তিনিদের।

নতুন এই নিয়ম অনুযায়ী ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিকরাও সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ফলে হজ পালন করতে পারবেন না তারাও।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে এ নীতি কার্যকর করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা এ নীতি পরিবর্তনের জন্য বিভিন্ন স্থানে আবেদন করেলেও এখনো পর্যন্ত কোনো সাড়া পায়নি।

/এসএমএ

ফিলিস্তিনি,সৌদি আরব,প্রবেশ নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close