• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মুক্তির পর পাকিস্তানেই রয়েছেন আসিয়া বিবি

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১২:০৬ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১২:১১
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে ধর্ম অবমাননা করার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসিয়া বিবিকে মুক্তি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বর্তমানে তিনি নিজ দেশেই রয়েছেন।

বুধবার (৭ নভেম্বর) পাকিস্তানের মুলতান শহরের একটি আদালত থেকে মুক্তি দেয়া হয় আসিয়া বিবিকে। তারপর তিনি দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন বলে গুজব উঠে।

এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রবল চাপের মুখে পড়ে যায় পকিস্তান সরকার। পরে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আসিয়া বিবির দেশ ছেড়ে যাবার ঘটনাটি মিথ্যে। তিনি বর্তমানে পাকিস্তানেই রয়েছেন। তার দেশ ছাড়ার ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যে।

উল্লেখ্য, পাঁচ সন্তানের জননী আসিয়া বিবি একদল নারীর সঙ্গে কৃষি জমিতে কাজ করতেন। ২০০৯ সালের জুনে বালতির পানিতে গ্লাস ডুবিয়ে পানি তোলা নিয়ে অন্য নারীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন তিনি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তদন্তের পর তাকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। সাজা হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে পাকিস্তানের সর্বোচ্চ আদালত তাকে মুসি দেয়।

/এসএমএ

পাকিস্তান,আসিয়া বিবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close