• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১২:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এক টুইটার বার্তায় এ ব্যাপারটি নিশ্চিত করেছেন ট্রাম্প। সেখানে তিনি জেফ সেসনসকে তার দায়িত্বের জন্য ধন্যবাদ জানায় এবং তার মঙ্গল কামনা করেন।

বর্তমানে অস্থায়ী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটেকারকে। মার্কিন অভ্যন্তরীণ কর্মকাণ্ডে রুশ সম্পৃক্ততা বিষয়ক তদন্তের সমালোচক হিসেবেই পরিচিত ম্যাথিউ। তবে এ পদে স্থায়ী ভাবে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি।

এদিকে ট্রাম্পের এমন ঘোষনার পর পদত্যাগপত্র জমা দেন আলবামার সাবেক সিনেটর জেফ সেসনস। সেখানে তিনি ট্রাম্পের অনুরোধে পদত্যাগপত্র দাখিল করার কথা উল্লেখ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন বলেও জানান।

/এসএমএ

যুক্তরাষ্ট্র,ডোনাল্ড ট্রাম্প,অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত,জেফ সেসনস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close