• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

এবার গাঁজার বৈধতা থাইল্যান্ডে

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ১১:০৮
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বহু দেশেই গাঁজা বৈধ। একে নেশাজাতীয় দ্রব্য হিসেবেই ধরা হয়। তবে চিকিৎসকদের মতানুযায়ী এর বহু উপকারিতাও রয়েছে। সেই বিবেচনায় এবার গাঁজাকে বৈধতা দিতে যাচ্ছে থাইল্যান্ড।

এএফপি'র এক প্রতিবেদন থেকে জানা যায়, গাঁজার বৈধতার জন্যে একটি খসড়া মিলিটারিশাসিত জাতীয় আইনসভায় (এনএলএ) পাঠানো হয়েছে। সভায় অনুমতি মিললেই বৈধতা পাবে গাঁজা।

এ ব্যাপারে সভার জনস্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জেট সিরাতরানন বলেন, বিলটি ইতোমধ্যে স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এর প্রথম পাঠ সম্পন্ন হবে আশা করছি। যেহেতু থাই গাঁজার সুখ্যাতি বিশ্বজুড়ে সেহেতু এর মাধ্যমে থাই জনগণ একটি বিরাট সুযোগ পাবে। তবে থাইল্যান্ডে বিনোদনের জন্য নয়, এটি ব্যবহৃত হবে শুধু চিকিৎসাকাজে।

থাইল্যান্ডের আইনানুযায়ী মাদক পাচার গুরুতর অপরাধ। সেক্ষেত্রে গাঁজাকে বৈধতা দিতে হলে বিদ্যমান আইনেরও সংশোধন করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্র্যান্ড ভিউ বলছে, গাঁজাকে বৈধতা দিলে ২০২৫ সালের মধ্যে এ খাত থেকে ৫৫ দশমিক ৮ বিলিয়ন (৫ হাজার ৫৮০ কোটি টাকা) আয় করতে সক্ষম হবে থাইল্যান্ড। তারাই হবে এশিয়ার প্রথম কোন দেশ যারা গাঁজাকে বৈধতা দেয়ার পাশাপাশি বাজারও ভালোভাবে ধরতে পারবে।

উল্লেখ্য, গাঁজার বৈধতার তালিকায় আছে অষ্ট্রেলিয়া, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি রাজ্য। সর্বশেষ গাঁজার বৈধতা দিয়েছে কানাডা।

-এসএমএ

থাইল্যান্ড,গাঁজার বৈধতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close