• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুগলে যৌন হেনস্তার অভিযোগে কর্মী ছাঁটাই

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০১৮, ১১:৩০
আন্তর্জাতিক ডেস্ক

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত যৌন হেনস্তার অভিযোগে ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪৮ কর্মীকে ছাঁটাই করেছে গুগল।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভি্যোগের কথা বলা হয়েছিল।

সেই প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গুগলের কর্মীদের কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে অশোভন আচরণের বিরুদ্ধে গুগলের কঠোর হয়ে উঠার কথা কর্মীদের অবহিত করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদটিতে বলা হয়েছিল, অশোভন আচরণের অভিযোগ পাওয়ার পরেও গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নির্মাতার অ্যান্ডি রুবিনকে প্রায় ৯ কোটি ডলারের এক্সিট প্যাকেজ দিয়েছিল গুগল।

এই প্রতিবেদন সম্পর্কে সুন্দর পিচাই বলেছেন, যেদিকে কর্মীদের প্রতি নিরাপদ ও সুন্দর কর্মক্ষেত্র প্রদানে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে থাকে গুগল সেদিকে প্রতিবেদনটি পড়া খুবই কঠিন হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি যৌন হেনস্তা অথবা অশোভন আচরণের অভিযোগ তদন্ত করি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। তাছাড়া গত দুই বছরে গুগলের বরখাস্ত হওয়া কোন কর্মী এক্সিট প্যাকেজ পায়নি।

এদিকে রুবিনের এক মুখপাত্র রই অভিযোগ অস্বীকার করে বলেন, প্লেগ্রাউন্ড নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান চালুর জন্য রুবিন নিজেই গুগলের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। তাছাড়া চাকরি ছাড়ার সময় তাকে তারকার বিদায় লিখিত একটি চিঠিও দেয়া হয়েছিল।

-এসএমএ

গুগল,যৌন হেনস্তার অভিযোগ,কর্মী ছাঁটাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close