• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মেক্সিকোতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১০:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

ধেয়ে আসছে ৫ ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় (হারিকেন) ‘উইলা’। পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূলে আছড়ে পড়ছে ঝড়। যার ফলে মেক্সিকোর পশ্চিম উপকূল পুরো তছনছ হয়ে যেতে পারে।

আমেরিকান ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই আছড়ে পড়তে পারে এই ঝড়।

ইতিমধ্যেই মেক্সিকোর পশ্চিম উপকূলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উইলা তার শক্তি প্রায় ৫ গুণ বাড়িয়ে মেক্সিকোর পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে।

সান ব্লাস এবং মাজাতলানের মাঝে হ্যারিকেন ধেয়ে আসছে। ভয়াবহ বৃষ্টির জেরে ভূমিধ্বসেরও সম্ভাবনা রয়েছে। ২৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়বে ঝড়। এরপর আরও বাড়তে পারে শক্তি। যার ফলে বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

চলতি মাসের শুরুতে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেলের আঘাত তছনছ করে দেয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে। এতে প্রাণহানি ঘটে ২৭ জনের। বহু মানুষ আহতসহ ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত করে দিয়ে যায়।

/অ-ভি

মেক্সিকো,ধেয়ে আসছে,শক্তিশালী,ঘূর্ণিঝড়,উইলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close