• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুয়ালালামপুরে পূজামন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ২০:৩১ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:৩৯
আহমাদুল কবির, মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পেতালিং জায়াস্থ 'কুয়ালালামপুর সার্বজনীন দুর্গোৎসব ২০১৮ ' পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব মো, নজিবুর রহমান।

দুর্গোৎসবের আহ্বায়ক সঞ্জয় অতিথিদের স্বাগত জানান। অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বাদ্য ও সংগীতের মধ্যমে বরণ করে নেওয়া হয়।

সমবেত সুধীজনের উদ্দেশ্যে মুখ্য সচিব বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, সেই স্পৃহা ধারন করে আপনারা সম্প্রীতি ও সম্মিলনের যে উৎসব করছেন সেটা আরো সমৃদ্ধ হোক। আপনারা প্রবাসী জীবনের শতকর্মব্যস্ততার মাঝে নিজেদের ধর্মকে লালন করছেন সত্যিই প্রশংসিত।

হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইউরোপ ভ্রমণ শেষে সরাসরি মালয়েশিয়া এসে হিন্দু ধর্মীয় দূর্গোতসব দেখতে এসেছেন আজ প্রবাসীরা ধন্য হয়েছে। ধর্ম মানুষকে কাছে টানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। আজকের এই সম্মিলন তারই প্রমাণ। এই প্রবাসে আপনারা পূজার আয়োজন করে শান্তি ও সমৃদ্ধিকে প্রতিষ্ঠিত করেছেন। ' অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মুহঃ শহীদুল ইসলাম, লেবার কাউন্সিলর ও অতিরিক্ত সচিব মোঃ সায়েদুল ইসলাম, মিসেস সাবিহা ইসলাম, প্রথম সচিব (শ্রম) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব (বাণিজ্যিক) মোঃ রাজিবুল আহসান, প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) মোঃ মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব ( কনস্যুলার) মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।

/এসএফ

মালয়েশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close