• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশি উইপোকাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে: অমিত শাহ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫০
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জীতে স্থান না পাওয়াদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ আখ্যায়িত করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, প্রতিটি উইপোকাকে খুঁজে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া হবে ।

নাগরিকপঞ্জির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আসামে ইতিমধ্যেই ৪০ লক্ষ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হয়েছে।

সম্পর্কিত খবর

    ভারতের রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন অমিত। গত কয়েক মাস ধরেই রাজস্থানে একের পর এক জনসভা করছেন অমিত শাহ। এই বছরের শেষে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে অমিত শাহ-র এই জনসভাগুলি।

    গত বছরের শেষেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গের দিনমজুর মহম্মদ আফরাজুলকে কুপিয়ে হত্যা করার স্মৃতি এখনও টাটকা। ঘৃণামিশ্রিত অপরাধের একাধিক ঘটনায় বার বারই খবরের শিরোনামে উঠে এসেছে রাজস্থান। অমিত শাহ-র এই ‘উইপোকা’ মন্তব্য ইন্ধন দিতে পারে সেই ঘৃণায়, এমনটাই মনে করছেন অনেকে।-আনন্দবাজার।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close