• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আনোয়ার চৌধুরীকে গভর্নর পদ থেকে প্রত্যাহার

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২
আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ নিয়ন্ত্রিত কেইম্যান আইল্যান্ডের গভর্নরের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরীকে। অঞ্চলটির গভর্নরের কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, গভর্নর পদ থেকে তাকে প্রত্যাহার করা হলেও তিনি লন্ডনে আগের পদে ফিরতে পারবেন।

আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় গত জুনে গভর্নর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে লন্ডনে ডেকে পাঠানো হয়।এরপর তিনি আর সেখানে ফিরতে রাজি হননি।

চলতি বছরের মার্চ মাসে কেইম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ার চৌধুরী। শপথ গ্রহণের তিন মাসের মাথায় জুন মাসে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়। তখন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের খাতিরে তার বরখাস্ত হওয়ার ঘোষণা দেন কেইম্যান আইল্যান্ডের প্রধানমন্ত্রী এলডেন ম্যাকলাফিন। তবে কি অভিযোগের কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয় সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আনোয়ার চৌধুরী,গভর্নর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close