• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কুকুরের ভয়ে পালাচ্ছে চিতা, ভাইরাল ভিডিও

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯
আন্তর্জাতিক ডেস্ক

কুকুরের তাড়া খেয়ে নাজেহাল হল চিতাবাঘ। বিচিত্র কাণ্ড দেখে বিস্মিত নেটিজেনরা। ইউটিউবে পোস্ট হওয়া এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজস্থানের ঝালনা পার্কে ঘটেছে ঘটনাটি। এক পর্যটক পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন।

কী দেখা যাচ্ছে ভিডিওটিতে?

সম্পর্কিত খবর

    শুরুতে দেখা যায়, মাঝরাস্তায় বিশ্রাম নিচ্ছে কুকুরটি। আচমকাই জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে তার উপরে চড়াও হয় একটি চিতা। প্রথমে ঘাবড়ে গেলেও পরে কুকুরটি চিৎকার করতে শুরু করে।

    ভিডিও থেকে পরিষ্কার, ঘাবড়ে গিয়েছিল কুকুরটিও। তার লেজ দু’পায়ের ফাঁকে ঢুকে গিয়েছিল। যা কুকুরের ভয় পাওয়াকেই স্পষ্ট করে। তবে ভয় পেলেও ক্রমাগত চিৎকার করে চলে কুকুরটি। চিতাবাঘটি এই চিৎকারেই ঘাবড়ে যায়। শেষ পর্যন্ত সে পালিয়ে যায় জঙ্গলে। পরে আরও একবার উঁকি মেরে দেখে সে। কিন্তু কুকুরের নাগাড় চিৎকারে লেজ গুটিয়ে পালায় সে।

    সপ্তাহ দুয়েক আগে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। এরই মধ্যে প্রায় ৩৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কুকুর বনাম চিতার লড়াই।

    উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘মজন্তালি সরকার’ গল্প বাংলার পাঠকের অজানা নয়। মজন্তালি এক বিড়ালের মিথ্যে বলার গল্প। যাকে নাকি জঙ্গলের ভয়ঙ্কর জন্তুরাও ভয় পেত। কিন্তু ‘ওয়াইল্ডারনেস অফ ইন্ডিয়া’র শেয়ার করা ভিডিওর কুকুর কোনও গল্পকথা নয়। সত্যি সত্যি চিতাবাঘকে অনায়াসে সামলে দেওয়ার ক্ষমতা রাখে সে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close