• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাহুলেন নতুন সর্বভারতীয় কংগ্রেস কমিটি

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৮
প্রসেনজিৎ দাস, ভারতের প্রতিনিধি

ত্রিপুরার মহারাজ প্রদ্যোত কিশোর দেববার্মা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ও সিকিম রাজ্যের পর্যবেক্ষক পদে নিযুক্ত হলেন, কিছুদিন আগে পর্যন্ত খবর ছিল মহারাজ প্রদ্যোত কিশোর দেববার্মা কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগ দিচ্ছেন।

কিন্তু আজ পুনরায় তা প্রমাণিত হয়ে গেল মহারাজ প্রদ্যোত কিশোর দেববার্মা কংগ্রেস ছাড়ছেন না, কংগ্রেস দলের সঙ্গে রাজপরিবারের রয়েছে নারীর টান, রাজমাতা বিভু দেবীর পর মহারাজ প্রদ্যোত কিশোর দেববার্মার আগমন কংগ্রেসে এবং বর্তমানে তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি, এবং আজ থেকে তিনি কংগ্রেস দলের হয়ে সিকিম রাজ্যে পর্যবেক্ষক রূপে কাজ করবেন।

এবং একই সঙ্গে খবর পাওয়া যায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক শ্রী ভূপেন কুমার বরাহ কে ত্রিপুরার পর্যবেক্ষক পদে নিযুক্ত করা হয়েছে, তিনি এর আগেও ২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় কংগ্রেস দলের পর্যবেক্ষক রূপে কাজ করছেন এবং পুনরায় তাকে ত্রিপুরার কংগ্রেস দলের পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়।

ভারত,কংগ্রেস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close