• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনলাইনে খাবার অর্ডার, মিলল মরা কুমির

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

অনলাইনে জিনিসপত্র অর্ডার করে ঠকেছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। অনলাইনে অর্ডার করলেন মিনিবাস আর আপনার জন্যে এসে পৌঁছাল কার্ডবাক্সে মোড়া অক্টোপাস। খুঁজলে হয়তো এমন উদাহরণও পাওয়া যেতে পারে। কিন্তু, ফুড সাপ্লিমেন্ট অর্ডার করে কুমির আর গিরগিটির ছানা পেয়েছেন, এমন হতভাগ্য প্রায় নেই বললেই চলে।

এরকম ঘটনা ঘটেছে চিনে। চিনের ঝেজিয়াং রাজ্যের সুইচাং শহরের ঝাং নামের ওই মহিলা অর্ডার করেছিলেন ফুড সাপ্লিমেন্ট।

সেই অর্ডার প্যাকেটবন্দি হয়ে তার কাছে পৌঁছাল। মোট চারটে বাক্স ছিল। প্রথম তিনটি একদম ঠিকঠাক। কিন্তু, চার নাম্বারটি খুলতে গিয়েই ঘটল বিপত্তি। তিনি অবাক হয়ে দেখলেন, সেখানে একটি কুমির আর গিরগিটির ছানা পড়ে আছে। তারা মৃত।

যদিও, এ কথা লেখাই সঙ্গত যে, মাছ-ভাত খাওয়া বাঙালির কাছে খাবারের জায়গায় কুমির চলে এলে যতটা আতঙ্কের কারণ ঘটবে, এক্ষেত্রে ততটা ঘটেনি। কারণ, কে না জানে, প্রাচীন অরণ্য প্রবাদ অনুযায়ী যা কিছু সামান্যতম নড়াচড়াও করে, তাই চিনেদের খাদ্য। তাই ওই মহিলা সামান্য নাক-টাক কুঁচকে পুলিশকে খবর দেন।

পুলিশ তদন্ত করে জানতে পারে, কোনও এক প্রজনন খামার থেকেই ওই কুমিরটি প্যাকেটে চলে এসেছিল। কিন্তু, কী করে সে চলে এল, তা অবশ্য এখনও জানা যায়নি।

ক্যুরিয়ার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা ওই কুমির আর গিরগিটিকে ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। তাদের যাওয়ার কথা ছিল অন্য কোথাও, অন্য কোনোখানে।

/অ-ভি

অনলাইন,খাবার,অর্ডার,মিলল,মরা,কুমির,চীন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close