• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ইয়েমেন সঙ্কটের সমাধান চায় ইরান

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১১:৩২
আর্ন্তজাতিক ডেস্ক

ইয়েমেন সঙ্কট নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরুর প্রতি সমর্থন জানিয়েছে ইরান। একই সাথে তেহরান বলেছে, দেশটিতে শান্তি প্রচেষ্টার পরিবেশ তৈরি করতে হলে প্রথমেই সেখানে সৌদি আরব এবং তার মিত্রদেশগুলোকে বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।

জাতিসঙ্ঘ এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু বলেছেন, তেহরানের অবস্থান এই যে, ইয়েমেন সঙ্কটের কোনো সামরিক সমাধান নেই। কেবল ইয়েমেনি নেতাদের মধ্যে সংলাপের মাধ্যমে দেশটির চলমান সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান বের হয়ে আসতে পারে।

সম্পর্কিত খবর

    তিনি আরো বলেন, সৌদি আরবকে ইয়েমেনের বিরুদ্ধে তার সামরিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান চাইছে তেহরান।

    ইরানের এই কূটনীতিক আরো বলেন, তেহরান সৌদি আরবের আগ্রাসনের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ এবং নিরাপত্তা পরিষদকে বারবার সতর্ক করে আসছে। একইসাথে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য রিয়াদ সরকার হুমকি সৃষ্টি করছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close