• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরানে ৯৫০ টন ইউরেনিয়াম মজুদ

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১২:৫২
আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরেনিয়াম মজুদ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দেশটি।সম্প্রতি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইউরেনিয়াম মজুদ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ইরানের কাছে বর্তমানে প্রায় ৯৫০ টন ইউরেনিয়াম মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে আমাদের কাছে ৯০০ থেকে ৯৫০ টন ইউরেনিয়াম মজুদ রয়েছে। ইরান এ ইউরেনিয়াম নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করছে উল্লেখ করে সালেহি বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য মজুদকৃত ইউরেনিয়াম যথেষ্ট।

সম্পর্কিত খবর

    এছাড়া ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটি ইতিমধ্যেই উন্নত ও আধুনিক সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য যন্ত্রাংশ নির্মাণে অবকাঠামো গড়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানান তিনি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close