• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হেলমেট না পরায় সাজা দিলেন যমরাজ

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১১:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

থানার সামনে দাঁড়িয়েছিলেন সাক্ষাৎ যমরাজ। রাস্তা দিয়ে হেলমেটহীন বাইক আরোহী দেখলেই আনা হচ্ছিল যমরাজের বিচারসভায়। বিচারের সময় যমদূতেরা ঘিরে ছিল বন্দি বাইক আরোহীকে। পরে সাজা হিসেবে থানার সামনে ফুটন্ত তেলের কড়াইয়ের কাছে নিয়ে গিয়ে শপথ করিয়ে নেওয়া হচ্ছিল, আর কখনও হেলমেট ছাড়া বেরবেন না তারা। পরে উপহার হিসেবে গোলাপ তুলে দিচ্ছিল ছোট পড়ুয়ারা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ জুলাই) ভারতে। কয়েকজন সংসাজা মানুষকে দিয়ে রীতিমত অভিনব কায়দায় সেফ ড্রাইভ ও সেভ লাইফ প্রচার চালানো হল সাগর ও সাগর উপকূল থানার উদ্যোগে।

তবে এদিন আইনভাঙার জন্য কোন মামলা দায়ের হয়নি। এদিন স্কুল পড়ুয়ারা বাইক দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলি তুলে ধরেন আরোহীদের কাছে। এমন অভিনব প্রচার মানুষের মন কেড়েছে। তারা এই প্রচার রীতিমত উপভোগ করেছেন।

এক হেলমেটহীন বাইক আরোহী বলেন, আমি প্রথমে কিছুটা হতবাক গিয়েছিলাম। পুরো পক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তবে এবার থেকে হেলমেট পরেই বাড়ি থেকে বের হব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সুন্দরবন পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক রোহিত সেন, সাগরের বিডিও অনির্বাণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা মাইতি ও ওসি গৌতম সাহা ও দেবাশিস রায়।‌ ‌

/অ-ভি

হেলমেট,সাজা,যমরাজ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close