• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চিকিৎসা খাতে নতুন আবিষ্কার রঙিন ও থ্রি-ডি এক্স-রে

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৪:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

এবার দিন শেষ সাদাকালো এক্স-রের ।চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির কল্যাণে এখন থেকে রঙিন রঞ্জন রশ্মি দেখা যাবে । পাশাপাশি থ্রি-ডি অর্থাৎ ত্রিমাত্রিক এক্স-রের মাধ্যমেও চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা।নিউজিল্যান্ডের কয়েকজন বিজ্ঞানী এর আবিস্কার করেন ।খবর দ্য নিউইয়র্ক টাইমস।

মার্কিন যুক্তরাষ্ট্রের গন্যমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের সার্ন ফিজিক্স ল্যাবের কয়েকজন গবেষক মিলে রঙিন ও থ্রি-ডি এক্স-রে প্রযুক্তি উদ্ভাবন করেন। পার্টিকেল ট্র্যাকিং টেকনোলজির সাহায্যে এই পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। হিগস-বোসন কণার অনুসন্ধানকারী বিখ্যাত লার্জ হ্যাড্রন কোলাইডারের সাহায্যেই চিকিৎসা বিজ্ঞানে যোগ হয়েছে নতুন এই আবিষ্কার।

সার্ন ফিজিক্স ল্যাবটি জানিয়েছে, এই রঙিন এক্স-রে থেকে আরও পরিষ্কার ও নিখুঁত ছবি পাওয়া যাবে। যার ফলে রোগ নির্ণয় আরও নিখুঁত হবে।

এই রঙিন ও দ্বিমাত্রিক এক্স-রে নিয়ে গবেষকরা বলেছেন, আগে চিকিৎসা বিজ্ঞানে দ্বিমাত্রিক এক্স-রে করে দেহের অস্থি বা পেশীর যে ছবি পাওয়া যেত, তার চেয়ে আরও নিখুঁত ও চকচকে রঞ্জন রশ্মি পাওয়া যাবে এই নতুন পদ্ধতিতে। এ থেকে আরও ভালো করে রোগ নির্ণয় করা যাবে। হাড়ের ক্যান্সারের চিকিৎসা করতে রঙিন ও থ্রি-ডি এক্স-রে যুগান্তকারী ভুমিকা পালন করবে।

/এসএফ

চিকিৎসা,মার্কিন যুক্তরাষ্ট্র,রঙিন এক্স-রে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close