• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১১:৩৬
আর্ন্তজাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শরতেই এই সফর করতে পুতিনকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স একথা জানিয়েছেন। খবর বিবিসি’র।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক টুইট বার্তায় জানিয়েছেন, এই সফরের বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি পুতিন জানান, যুক্তরাষ্ট্রের জনগণকে রাশিয়া প্রশ্ন করতে চায়। কিন্তু পুতিনের এ প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেন।

সম্পর্কিত খবর

    গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প-পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানালেন। তবে রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠক নিয়ে এখনও কিছু বলা হয়নি।

    হেলসিংকির ওই বৈঠকের পর বিতর্কের ঝড় ওঠে। কারণ ট্রাম্প বৈঠকের পরে নিজের বক্তব্য থেকে পিছু হটেন। তবে বৃহস্পতিবার (১৯ জুলাই) ট্রাম্প দাবি করেছেন, তাদের বৈঠক সফল হয়েছে এবং তিনি পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করছেন।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close