• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

গরমে পুড়ছে জাপান, নিহত ১৪

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৯:৩৯ | আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:৪৭
আর্ন্তজাতিক ডেস্ক

রেকর্ড পরিমাণ তাপমাত্রায় জাপানের রাজধানী টোকিওতে অন্তত ১৪ জনের প্রাণহানি। দেশটির কয়োতে শহরে ৩৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। দেশটির বেশিরভাগ স্থানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশটির একটি স্কুলে ছয় বছরের এক শিশু গরমে মারা যাওয়ার পর শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী জানান, স্কুল এবং বিশ্ববিদ্যালয় প্রয়োজন হলে বন্ধ রাখুন।

এ বছরের দাবদাহের কারণে ২০২০ সালের অলিম্পিক গেমসের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। কারণ ওই বছরের গ্রীষ্মেই খেলা অনুষ্ঠিত হবে।

জাপান,গরম,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close