• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুগলে ‘ইডিয়ট’ সার্চ, শীর্ষে ট্রাম্পের ছবি

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৫:৫৫
আন্তর্জাতিক ডেস্ক

শেষে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কপালে জুটল এই তকমা। গুগল ইমেজ সার্চ অর্থাৎ ছবি খোঁজার সময় ‘ইডিয়ট’ অর্থাৎ মূর্খ লিখলেই শীর্ষস্থানে যার নাম আছে তিনি আর কেউ নন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সার্চ রেজাল্টের শুরুতেই দেখা গিয়েছে ট্রাম্পের একটি ছবি। এই ছবিটি আসলে ‘বেবিস্পিটল’ নামক একটি ওয়েবসাইটের। এই সাইটটি প্রায়শই কনজারভেটিভ দলের সদস্য ও তাদের চিন্তাধারাকে কটাক্ষ করে থাকে। কিন্তু শুধুমাত্র বেবিস্পিটলই নয়, আপনি স্ক্রল করার সাথে সাথেই ট্রাম্পের আরও অনেক ছবি দেখতে পাবেন।

তাহলে কীভাবে ঘটছে এই অভিনব ঘটনা? গুগল সার্চ রেজাল্টগুলো প্রধানত মেটাট্যাগ ভিত্তিক। অর্থাৎ কোনও কিছু সার্চ করলে আপনি সেই রেজাল্টগুলিই দেখতে পাবেন যেখানে ওই নির্দিষ্ট শব্দটি বা ‘কীওয়ার্ড’টি ব্যবহার করা হয়েছে।

কম্পিউটার বিশারদরা জানিয়েছেন, হাজার হাজার মানুষ ট্রাম্পের ছবি ইন্টারনেটে আপলোড করেছেন এই 'ইডিয়ট' আখ্যার সাথে আর তার ফলেই এই অবস্থা।

/অ-ভি

গুগল,মার্কিন যুক্তরাষ্ট্র,‘ইডিয়ট’,সার্চ,ডোনাল্ড ট্রাম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close