• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

অস্তিত্ব সংকটে চীনা মুসলিমরা

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৮, ২১:৫১
অার্ন্তজাতিক ডেস্ক

চীনে ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছেন মুসলিমরা। সম্প্রতি অস্তিত্ব সংকটে পড়েছে চীনে বসবাসরত মুসলিমরা। চীনের সরকার বর্তমানে ১৬ ধরনের নির্দেশিকা জারি করেছে মুসলিম অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে। এমনটাই অভিযোগ করছে সেখানকার স্থানীয় মুসলিমরা।

তারা অভিযোগ করে জানায়, এসব নিষেধাজ্ঞায় তাদের ধর্মীয় স্বাধীনতা আর থাকবে না।

চীনের জিনজিয়াং অঞ্চলে বেশিরভাগ মানুষ মুসলিম। মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের মুসলিমরা মাঝেমধ্যে নিজের দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নামেন। এসব মুসলিমকে শায়েস্তা করতে চীন সরকার নতুন করে জারি করছে আইন।

জানা যায়, চীনের মসজিদে আর মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শব্দ দূষণের অজুহাত দেখিয়ে ইতিমধ্যে কমপক্ষে ৩৫৫টি মসজিদ থেকে নামানো হয়েছে মাইক। নির্দেশ দেওয়া হয়েছে মসজিদে লাগাতে হবে সে দেশের পতাকা।

প্রাদেশিক সরকার জানায় ‘ইসলাম’, ‘কোরান’, ‘মক্কা’, ‘জেহাদ’, ‘ইমাম’, ‘সাদ্দাম’, ‘হজ’, ‘মদিনা’র মতো কিছু নামে চীনের ওই প্রদেশে রাখা যাবে না। আরও বলা হয়, এই নামগুলো রাখা হলে শিশুরা প্রায় সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। স্বাস্থ্যসেবা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, শিক্ষার সুযোগ, সামাজিক সেবা থেকেও তারা বঞ্চিত হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চীনে মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ মুসলমান বসবাস করে।

চীন,চীনা মুসলিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close