• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নির্মম নীতি জারি করেছেন ট্রাম্প: মালালা

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৩:০৮
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বাস্তু নীতির সমালোচনায় এবার মালাল ইউসুফজাই। ট্রাম্পের উদ্বাস্তু নীতিকে ‘নির্দয়’ বললেন নোবলে জয়ী যুবতী মালালা। উদ্বাস্তু নীতির নামে কয়েক হাজার শিশুকে বন্দি করে রেখেছেন ট্রাম্প। যা মানবিকতার বিরুদ্ধে বলে জানালেন মালালা।

দক্ষিণ আমেরিকার একচি মেয়েদের স্কুল উদ্বোধনে গিয়ে ট্রাম্পকে বিঁধলেন মালালা। উদ্বাস্তু আইনের কোপে এখনও মেক্সিকোসহ আমেরিকার বিভিন্ন প্রান্তে ২৩০০ শিশু বন্দি। চাপের মুখে পড়ে পরিবারের সঙ্গে বাচ্চাদের আলাদা করার প্রক্রিয়া আপাতত বন্ধ করেছে ট্রাম্প। কিন্তু এখনও বন্দি হাজার হাজার শিশু।

মালালার স্পষ্ট বক্তব্য, বাচ্চাদের আটকে রাখা অমানবিক। নির্মম নীতি জারি করেছেন ট্রাম্প। কীভাবে মার্কিন প্রেসিডেন্ট হয়ে এই কাজ তিনি করতে পারেন? প্রশ্ন মালালা ইউসুফজাইর।

ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে মালাল ফান্ড কাজ করছে। তৈরি হচ্ছে মেয়েদের জন্য স্কুল। রিও দে জেনিরো প্রথম মালালার সফর। ব্রাজিলে শিক্ষা খাতে মালালা ফান্ড অগ্রণী ভূমিকা নিচ্ছে, প্রায় দেড় মিলিয়ন ছাত্রীকে শিক্ষার আলোয় নিয়ে আসার পরিকল্পনা মালাল ফান্ডের।

মালালা জানাচ্ছেন, যে কোনও দেশের রাষ্ট্রপ্রধান সঠিক দায়িত্ব পালন করে, সমস্ত সমস্যার সমাধান সম্ভব।

ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও একই নীতি বর্তায়। বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পার করার চেষ্টা করা রুখতে বাচ্চাদের আটকে রাখা সমস্যার সমাধান নয় বলে জানান মালালা। মা-বাবার থেকে ৩-৪ বছরের শিশুকেও আলাদা করা হচ্ছে। মানা হচ্ছে না নূন্যতম সামাজিক নিয়ম।

তিনি বলেন, আমি আশা করব উদ্বাস্তু নীতির নামে যে অন্যায় ট্রাম্প প্রশাসন চালাচ্ছে, তা বন্ধ হবে। নিউইয়র্ক ও ওয়াশিংটনে প্রতিবাদের ঝড় উঠছে। আমিও সেই প্রতিবাদে তাদের পাশে। প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ভাবুন।

২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মালালা। সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে খ্যাতি পান। চলতি বছরেই দেশ ছাড়ার ৬-৭ বছর পর পাকিস্তান যান মালালা। ভোটের আগে পাকিস্তানে গিয়ে ভোটে দাড়ানোর ইচ্ছেও প্রকাশ করেন। কথা বলেন পাকিস্তানের সর্বদলীয় নেতাদের সঙ্গে।

জানান, দেশের প্রগতির জন্য প্রয়োজন উন্নত শিক্ষা ব্যবস্থার।

২০১২ সালে সেই শিক্ষার লড়াই করতে গিয়ে তালিবানদের গুলি মাথায় নিয়েছিলেন মালালা। বেঁচে ফেরেন কোনওরকমে। এখনও সেই শিক্ষার জন্যই তার লড়াই। উদ্দেশ্য সাধনে তৈরি মালালা ফান্ড। তাকে রাষ্ট্রসংঘ যোগ্য স্বীকৃতি দিলেও মার্কিন প্রেসিডেন্টের উদ্বাস্তু নীতিকে তিরস্কার করতে রাখঢাক করলেন না মালালা ইউসুফজাই।

/অ-ভি

ডোনাল্ড ট্রাম্প,মার্কিন প্রেসিডেন্ট,মালাল ইউসুফজাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close