• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিশ্বজুড়ে শরণার্থী সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ!

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১২:০৪
আর্ন্তজাতিক ডেস্ক

বিশ্বজুড়ে শরণার্থী মানুষের সংখ্যা বেড়েছে। বর্তমানে এই সংখ্যা বেড়ে ৬ কোটি ৮৫ লাখে দাঁড়িয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২৯ লাখ বেশি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে মানুষেরা বাস্তুচ্যুত হয়েছেন।

সম্পর্কিত খবর

    প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের মধ্যে সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে। দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ। পাকিস্তান ও উগান্ডায় শরণার্থীর সংখ্যা ১৪ লাখ করে।

    প্রতিবেদন বলছে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকার ও উগ্রপন্থী বৌদ্ধদের জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় বাংলাদেশে শরণার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ লাখ। লেবাননে শরণার্থীর সংখ্যা ১০ লাখ।

    ইউএনএইচসিআর জানায়, ১০ বছর আগে বিশ্বে শরণার্থী মানুষের সংখ্যা ছিল প্রায় চার কোটি ২৭ লাখ। এক দশকে শরণার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

    সূত্র: দ্য গার্ডিয়ান

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close