• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

স্পেস ফোর্স: মহাকাশে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

প্রকাশ:  ১৯ জুন ২০১৮, ১৬:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে ‘স্পেস ফোর্স’ নামে ষষ্ঠ একটি শাখা খোলার নির্দেশ দিয়েছেন ।

যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের বাইরে আলাদাভাবে মহাকাশে কাজ করার জন্য স্পেস ফোর্স গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ট্রাম্প বলেন,, মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যথেষ্ট নয়৷ মহাকাশে আরও জোরালো হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাব৷ এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার হবে, অর্থনৈতিক গতিশীলতা বাড়বে এবং চাকরির বাজার উন্মোচিত হবে।

সম্পর্কিত খবর

    হোয়াইট হাউসে দেয়া ভাষণে তিনি বলেন, ‘স্পেস ফোর্স’ মার্কিন বিমান, সেনা ও নৌ বাহিনীর সমতুল্য একটি বাহিনী হবে। তিনি আরও বলেন মহাকাশে চীন অথবা রাশিয়া আধিপত্য বিস্তার করবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

    এসময় স্পেস ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য একটি কাঠামো তৈরির নির্দেশ দেন ট্রাম্প। যদিও কাঠামোটি কি রকম হবে তার বর্ণনা দেননি তিনি।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়েও মহাকাশে আমেরিকার উপস্তিতির ওপরে জোর দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই স্পেশাল ফোর্স স্পেস ওয়ারের জন্যও প্রস্তুত থাকবে৷

    অভিবাসন ইস্যুতে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের সঙ্গে মুখোমুখি অবস্থানের সময় ‘স্পেস ফোর্স’ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

    স্পেস ফোর্স
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close