• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রোহিঙ্গাদের আশ্রয়ের পক্ষে কানাডার অধিকাংশ নাগরিক

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ১৩:০৬
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ার পক্ষে কানাডার জনগণ।

সম্প্রতি এক জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ কানাডীয় বলেছেন, কানাডায় রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হলে তারা বিষয়টি স্বাগত জানাবেন।

কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে ওই জরিপের উদ্যোগ নেওয়া হয়। গবেষণা প্রতিষ্ঠান 'ন্যানোস রিসার্চ'র তত্ত্বাবধানে গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ১০০০ প্রাপ্তবয়স্ক কানাডীয়’র মধ্যে জরিপটি পরিচালিত হয়।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৬২ শতাংশ মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে। এরমধ্যে ৩৭ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে, আর বাকি ২৫ শতাংশ ‘মৃদুভাবে সমর্থন’ জানিয়েছেন। এছাড়া ১৮ শতাংশ কানাডীয় সরাসরি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন। আর ১৪ শতাংশ করেছেন ‘মৃদু বিরোধিতা’।

প্রসঙ্গত, গত বছরের আগস্টের শেষের দিকে কথিত সন্ত্রাস দমনের কথা বলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনার জাতিগত নিধন অভিযান শুরু হয়। এ অবস্থায় প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। এর পর গত ১১ মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। মিয়ানমার সরকার এসব রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে সমঝোতায় উপনীত হলেও প্রত্যাবাসন কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এর মধ্যে এবার আগভাগেই টানা বর্ষণ শুরু হওয়ায় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের বিশাল এলাকা পানিতে প্লাবিত হয়েছে। প্রতিদিনই ভূমিধসের ঘটনা ঘটছে।

-একে

রোহিঙ্গা,কানাডা,জরিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close