• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মোবাইলে বজ্রপাতের ছবি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ:  ১৩ জুন ২০১৮, ১০:৪৬
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি মোবাইল ফোনে ঝড়ো বৃষ্টির সময় বিজলি চমকানোর ছবি তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস পত্রিকার খবরে বলা হয়, বুধবার তামিলনাড়ু রাজ্যে এঘটনা ঘটে। নিহত এইচ এম রমেশ চেন্নাইয়ের অধিবাসী। তিনি থিরুভাল্লুর জেলায় তার বন্ধুর চিংড়ি খামারে বেড়াতে গেলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে রমেশ তার স্মার্টফোনের ক্যামেরায় ব্জ্রপাতের ছবি তুলতে যান। কিন্তু বাজ রমেশের উপরেই আঘাত হানলে তিনি পড়ে যান।

রমেশের মরদেহ পোস্টমর্টেমের জন্য একটি সরকারি হাসপাতালেপাঠানো হয়েছে।

এই ঘটনার পর থিরুভাল্লুর পুলিশ স্থানীয়দের বজ্রপাতের ছবি না তুলতে সতর্ক করে দিয়েছে।

মৃত্যু,মোবাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close