• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশ্চর্য এক মাছ

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৩:১৩
আন্তর্জাতিক ডেস্ক

মৎস্য ধরিব খাইব সুখে- এই কথা মনে করেই এক ভদ্রলোক ছিপ ফেলেছিলেন নদীতে। কিন্তু তাতে যা উঠে এল, তাই দেখে মাছভাজা মাথায়!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চিনের এক শৌখিন মৎস্যশিকারির ছিপেই উঠে এসেছে এই আশ্চর্য-দর্শন মাছটি। দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে ঘটনাটি ঘটেছে।

মাছটির চেহারা দেখে মনে হচ্ছে এটি সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু এর মাথাটি অবিকল পায়রার মতো। এশিয়া ও উত্তর আমেরিকায় এই জাতীয় রুই অতি কমন। কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাওই দৃষ্ট হয়নি বলেই দাবি প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের।

মাছটিকে ধরা হলেও একে মেরে ফেলা হয়নি বলেই খবরে প্রকাশ। পরে তাকে পানিতে ছেড়ে দেওয়া হয়।

মাছ,নদী,পানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close