• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মার্কিন কূটচালে আটকে যাচ্ছে ট্রাম্প কিমের বৈঠক

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

কিম জং উনের সাথে পূর্বপরিকল্পিত আলোচনা ফলপ্রসূ না হলে ভিন্ন পন্থা অবলম্বন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।

সম্পর্কিত খবর

    ওই সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের সর্বাধিক চাপ নর্থ কোরিয়ার ওপর বজায় রাখতে হবে।

    সিআইএ পরিচালক মাইক পম্পেও কিম জং উনের সাথে গোপন বৈঠক করেছেন স্বীকার করে ট্রাম্প বলেন, নর্থ কোরিয়ার সাথে পম্পেও একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে।

    কিমের সাথে আসন্ন বৈঠকের বিষয়ে তিনি বলেন, যদি নর্থ কোরিয়ার সাথে বৈঠক সফল না হয় তাহলে এই আলোচনায় যাব না।

    আলোচনায় মার্কিন প্রশাসনের দিক থেকে ফলপ্রসূ কোনো সমঝোতা না হলে ওই আলোচনা থেকে সরে যাবে বলেও জানান তিনি।

    আগামী মে মাসে নর্থ কোরিয়ার সাথে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তবে তা পিছিয়ে জুনে করা হলেও, ঠিক কোথায় এবং কখন ‘পরমাণু নিরস্ত্রীকরণে চুক্তি’ বিষয়ক আলোচনা হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close