• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে কিমের গোপন বৈঠক

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১১:৪৪
আর্ন্তজাতিক ডেস্ক

ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর উচ্চ মহলের মধ্যে সরাসরি আলোচনা চলছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে গোপন বৈঠকের জন্য পিয়ংইয়ংয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, সফরে পম্পেও হোয়াইট হাউজ কিংবা স্টেট ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তাকে সাথে নেননি, শুধু গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন।

সম্পর্কিত খবর

    এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে এই বৈঠকটি হয়। এটি এমন এক সময় সামনে এসেছে যখন আগামী মে-এর শেষে অথবা জুন মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জংয়ের সরাসরি আলোচনার কথা রয়েছে।

    হোয়াইট হাউজ গোপন বৈঠকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে, যে খবর প্রথমে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়।

    এদিকে, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, পম্পেও'র সফরের ওপর সরকারের মন্তব্য করা বেমানান।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close