• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

'ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো বাড়বে'

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২১:২৯
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন,জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো বাড়ানো হবে এবং রাজনৈতিক চাপ কিংবা কোনো প্রকার অপপ্রচার চালিয়ে কোন লাভ হবে না।তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভীর সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

আলী শামখানি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের খেলার অংশ হওয়া ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যায় আবদারের ব্যাপারে ইউরোপের সাড়া দেয়ার পরিণতির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

সম্পর্কিত খবর

    এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে ইরানের ওপর ইউরোপের চাপ সৃষ্টির নীতির তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি নিজস্ব প্রতিরক্ষা শক্তিকে জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকার প্রশ্নে ইউরোপের উচিত হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মেলানো। কারণ ইউরোপের মতো ইরানও যুক্তরাষ্ট্রের বলদর্পিত ও স্বেচ্ছাচারিতার বিরোধী।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close